গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০৭ নভেম্বর ২০১৩ তারিখে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করেন; পানগাঁও বন্দর উদ্বোধনের ফলে আমদানি ও রপ্তানি বাণিজ্যে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়; ইতিমধ্যে পানগাঁও বন্দরে পণ্য আমদানি বৃদ্ধি পেয়েছে; পানগাঁও বন্দর কর্তৃপক্ষ বন্দর এলাকা থেকে ঢাকা মাওয়া মহাসড়ক পর্যন্ত সুপরিসর পাকা রাস্তা তৈরি করেছেন যা পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যাপক সুবিধার সৃষ্টি করছে। পানগাঁও বন্দরের বর্ণনা ঃ জেটির দৈর্ঘ্য ১৮০ মিটার (দুটি জাহাজ একবারে তীরে ভিড়তে পারে); জেটির প্র¯’ ২৬ মিটার; বন্দরের প্রাঙ্গন এলাকা ৩২ একর; ওভারফো ইয়ার্ড এলাকা ৯১০০ বর্গ মিটার; ইয়ার্ডে এককালীন কন্টেইনার ধারণ ক্ষমতা ২৪০০ টিউস (২৪০০ বিশ ফুট কন্টেইনার); কন্টেইনার ফ্রেইট এলাকা ৫৮১৫ বর্গ মিটার; রেফার ফাগ ইন পয়েন্ট ৪৮টি। কাস্টমস হাউস, পানগাঁও, ঢাকার কার্যক্রম জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস অনুবিভাগের অধীনে পরিচালিত । প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায়ের সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্তর্গত । কাস্টমস হাউস, পানগাঁও, ঢাকা মূলত: আমদানি ও রপ্তানি পর্যায়ে কাস্টমস শুল্ক ও অন্যান্য কর আদায়ে দায়িত্বপ্রাপ্ত। রাষ্ট্রীয় মূল্যবান রাজস্ব সংগ্রহের পাশাপাশি কাস্টম কাস্টম হাউস, পানগাঁও বাণিজ্য সহজীকরণ, সরকারী প্রবিধানের সুষ্ঠ পরিপালন নিশ্চিত করণার্থে বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা, সামাজিক, পরিবেশ ও জাতীয় ঐতিহ্য প্রতিরক্ষণ, বৈদেশিক বাণিজ্যের পরিসংখ্যান প্রস্তুত ও রক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত।